Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড
 

সাম্প্রতিক কর্মকান্ডঃ

০১। সারা দেশের ন্যায় গাইবান্ধা জেলায় মোট ২৪ টি নমুনা এলাকায় শিশু শ্রম শক্তি ও শ্রম শক্তি জরিপের মূল তথ্য সংগ্রহ পরিচালনার নিমিত্তে মাঠ পর্যায়ে লিস্টিং অপারেশন চলমান রয়েছে ।

 

চলমান

০২। বাংলাদেশের দারিদ্র্য পরিমাপের জন্য সকল জেলার ন্যায় গাইবান্ধা জেলায় ১২ টি নমুনা এলাকায় হাউজহোল্ড ইন এন্ড এক্সপেন্ডিচার (হাইস ) জরিপের লিস্টিং অপারেশন কার্যক্রম আগামী ০৯/১১/২০২১ ইং তারিখ হতে  ১৫/১১/২০২১ ইং তারিখ পর্যন্ত চলমান থাকবে ।

 

চলমান

০৩। ভোক্তার মূল্য সূচক নিরূপণের মাধ্যমে জীবনযাত্রার মান নির্ধারণ  ও মূল্যস্ফীতি নির্ধারণের জন্য ০৪ (চার) টি দরছকের মাধ্যমে ফুড ও নন ফুড দ্রব্য সামগ্রী এবং সেবা মূল্য সংগ্রহ করার কাজ মাঠ পর্যায়ে ১১/১১/২১ থেকে ১৯/১১/২১ পর্যন্ত চলমান থাকবে।

 

চলমান

০৪। এগ্রিকালচার উইং, বিবিএস এর নিয়মিত কাজ হিসেবে জেলা পরিসংখ্যান অফিস, গাইবান্ধার সকল উপজেলা পরিসংখ্যান অফিসের মাধ্যমে নভেম্বর/২১ ইং মাসে  আমন কর্তন এ কাজ মাঠ পর্যায়ে চলমান থাকবে । উক্ত কার্যক্রমের মাধ্যমে জেলার মোট আমন ফসলের উৎপাদন নির্ধারণ করা হবে ।

 

চলমান

০৫। গাইবান্ধা জেলার প্রত্যেক উপজেলায় কৃষি মজুরি হারের তথ্যসহ অন্যান্য কৃষি পরিসংখ্যান সংক্রান্ত তথ্যসংগ্রহ চলমান রয়েছে।

 

চলমান

০৬। এগ্রিকালচার উইং, বিবিএস এর নিয়মিত কাজ হিসেবে জেলা পরিসংখ্যান অফিস, গাইবান্ধার সকল উপজেলা পরিসংখ্যান অফিসের মাধ্যমে নভেম্বর/২১ ইং মাসের পানি কচু, কলমি শাক, ডাটা শাক, কচু ফসলের আনুমানিক হিসাবের কাজ চলমান থাকবে।

 

চলমান

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ছবি

সংযুক্তি

সংযুক্তি (একাধিক)